ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:- নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে ব্যবহার করার অভিযোগ তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে তিতাস গ্যাসের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ মার্চ) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা খানমের নেতৃত্বে তিতাস গ্যাস ফতুল্লা অফিসের কর্মকর্তারা ভুইগর বাসস্ট্যান্ড সংলগ্ন বাজারে অভিযান চালায়।

এ সময় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে একটি খাবারের হোটেল, একটি বেকারি ও একটি টি স্টলে অবৈধ গ্যাস সংযোগ পাওয়ায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে বাসা বাড়িতে অনুমোদনহীন অতিরিক্ত চুলা ব্যবহার করায় তিনটি বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করাসহ অবৈধভাবে নেয়া আরও দুই শতাধিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিতাস গ্যাস ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মসিউর রহমান জানান, তিতাস গ্যাসে অবৈধ সংযোগ নিয়ে যারা ব্যবহার করছেন তাদের সংযোগ বিচ্ছিন্ন করাসহ জেল জরিমানা করা হবে। তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।