ফলন দেরীতে আসায় এখনও জমে উঠেনি ভাসমান পেয়ারার হাট

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদন:- ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত গাছে ফলন দেরীতে আসায় এখনও জমে উঠেনি পিরোজপুরে ভাসমান পেয়ারার হাট। এছাড়া, পেয়ারায় রোগের প্রাদুর্ভাবের পাশাপাশি করোনার কারণে ভরা মৌসুমে প্রত্যাশিত পাইকারি ক্রেতা না পাওয়ার আশংকা করছেন চাষীরা।  

প্রতিবছর জুলাই মাসের শুরুতে জমে উঠে পিরোজপুরের স্বরুপকাঠির ভাসমান পেয়ার হাট। ছোট ছোট নৌকায় করে গাছ থেকে পেয়ারা সংগ্রহ করে বিভিন্ন খালের মধ্য দিয়ে এই হাটে নিয়ে আসেন চাষীরা। সেখান থেকে পাইকাররা ট্রলার ও ট্রাকে করে নিয়ে যান বিভিন্ন এলাকায়। পেয়ারার রমরমা এ ব্যবসা চলে পুরো আগস্ট মাস পর্যন্ত। কিন্তু এবারের চিত্র ভিন্ন।

ভাসমান পেয়ারার বাজার পিরোজপুর

চাষীরা জানান ডেইলি বাংলাদেশ টুডে কে, ঘূর্ণিঝড় বুলবুল এবং আম্পানের প্রভাবে এবার পেয়ারার ফুল আসতে দেরি হয়েছে। একারণে জুলাই মাসের শেষ দিকেও পুরোদমে শুরু হয়নি পেয়ারা সংগ্রহ। এছাড়া এ বছর পেয়ারার গায়ে ছিদ পড়া রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায়, ফলনও অনেক কম হবে বলে আশংকা তাদের।  পাশাপাশি করোনার কারণে পেয়ারার ভরা মৌসুমে প্রত্যাশিত পাইকারী ক্রেতা না পাওয়ার আশংকাও রয়েছে।করোনার কারণেই বেশি ক্ষতির আশংকা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।প্রাকৃতিক দুর্যোগের কারণে ফলন দেরিতে আসলেও চাষীদের লোকসান গুনতে হবে না বলে আশা কৃষি কর্মকর্তার চপল কৃষ্ণ নাথ।এ বছর জেলায় ৬৫৭ হেক্টর জমিতে পেয়ারার আবাদ হয়েছে। গত বছর হেক্টর প্রতি প্রায় ১০ টন করে পেয়ারা উৎপাদন হয়েছিল।