ফাস ফাইন্যান্সের এমডিসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:- ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ৫২৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এমডি রাসেল শাহরিয়ারসহ অভিযুক্তদের বিরুদ্ধে মোট ১৩ টি মামলা করবে দুদক।

বুধবার একথা জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের সচিব মাহবুব হোসেন।দুদক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযুক্তদের সাথে পিকে হালদারের সম্পৃক্ততা থাকতে পারে। নামে বেনামে বিভিন্ন ভূয়া কোম্পানিকে ঋণ দেয়ার অভিযোগে মঙ্গলবার ফাস ফাইন্যান্সের এমডিসহ ১৩ জনের বিরুদ্ধে একটি মামলা করে দুদক। মঙ্গলবার গ্রেপ্তার হন রাসেল। পরে আরো ১২ টি মামলার অনুমোদন দেয় দুদক।

তিনি বলেন, রাসেল শাহরিয়ার উক্ত প্রতিষ্ঠানের এমডি থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তার একক স্বাক্ষরেই প্রায় ৫০০ কোটি টাকা ঋণ প্রস্তাব বাের্ডে উপস্থাপন করে ঋণ অনুমােদন করান এবং তা পি.কে হালদারের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানিতে স্থানান্তর করেন। তাকে রিমান্ডে নিয়ে আরাে তথ্য উদ্ধারের জন্য গ্রেফতার করা হয়েছে।

বাকি ১২টি মামলা বুধবার রুজু হবে এবং ১২টি মামলায় ৪৭৯ কোটি টাকা আত্মসাতের অভিযােগ আনা হয়েছে।