ফিলিস্তিনে যুদ্ধ বন্ধে প্রধান বিচারপতির আহ্বান

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ফিলিস্তিনে চলমান যুদ্ধকে মানবিক বিপর্যয় বলে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। মানুষের স্বার্থে এই যুদ্ধ থামানোর আহ্বানও জানিয়েছেন তিনি।

শনিবার (৪ নভেম্বর) বিকেলে বাংলাদেশের সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, আজ বিশ্বের বিভিন্ন জায়গায় যে সমস্যা চলছে তা মানবসৃষ্ট। ফিলিস্তিনের শিশুরা লড়ছে একটি মানচিত্রের জন্য, নিপীড়িত এই ভূখণ্ডের মানুষের মানবিক সংকটের দ্রুত সমাধান আশা করছি।

এ সময় বাংলাদেশের সাথে সন্ত্রাসবাদ দমনে বিচারিকভাবে একসাথে কাজ করার কথা বলেন মালদ্বীপের প্রধান বিচারপতি। তিনি বলেন, মালদ্বীপ বাংলাদেশের ভালো বন্ধু। অনুষ্ঠানে অন্য বক্তারা বাংলাদেশের সংবিধান দিবসে সংবিধান সমুন্নত রাখার বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।