ফিলিস্তিনে হত্যাকাণ্ডের প্রতিবাদে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা প্রধানমন্ত্রীর

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় নিহত ফিলিস্তিনিদের আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার (২০ অক্টোবর) জুম্মার পর মসজিদে মসজিদে দোয়া এবং সকল উপাসনালয়ে প্রার্থনার আহ্বান জানিয়েছেন তিনি। সেই সাথে নিহতদের প্রতি শোক জানাতে শনিবার জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে সড়ক ভবনে ১৫০টি সেতু ও ১৪টি ওভারপাসসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, দ্রুত এ যুদ্ধ বন্ধ করতে হবে। ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় বিশ্ব নেতাদের একযোগে ভূমিকা রাখার আহ্বানও জানান। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ফিলিস্তিনের নাগরিকদের উপর হামলা নিয়ে কোনো প্রতিবাদ করে না। কিন্তু আন্দোলনের ডাক দেয়।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের একটাই লক্ষ্য, দেশ ও মানুষের কল্যাণ করা। বিএনপি-জামায়াত আন্দোলনের নামে আবার অগ্নি সন্ত্রাস করলে সকলকে সতর্ক থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

এ সময় বিএনপি বিরোধী দল নয় উল্লেখ করে সরকার প্রধান বলেন, সংসদে তাদের প্রতিনিধিত্ব নেই। বিএনপি সন্ত্রাসী দল, মানুষ হত্যা করার দল। তারা আন্দোলন করে সরকার পতন করতে চায়।