ফ্রিল্যান্সিং করে ঘরে বসেই ডলার উপার্জন সম্ভব: পলক

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ফরিদ আহমেদ ফরিদ:- আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ডলার আয়ের জন্য আর বিদেশে পাড়ি দেওয়ার প্রয়োজন নেই। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ঘরে বসেই এখন ডলার উপার্জন করা সম্ভব।

আজ বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জের কাজিপুরে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তি প্রস্থর স্থাপনের পরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, প্রতি বছর এক হাজার শিক্ষার্থী ট্রেনিং পেয়ে আয় করার সক্ষমতা অর্জন করতে পারবে। ২০৪১ সালের মধ্যে দশ লক্ষ প্রশিক্ষন প্রাপ্ত শিক্ষার্থী করার লক্ষে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, তরুণ ও বেকার যুবকদের আইটি শিক্ষায় দক্ষতা অর্জনের জন্য সিরাজগঞ্জের সিংরাবাড়ি এলাকায় ২ একর জমির উপর ৬০ কোটি টাকা ব্যয়ে ‘শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার‘ নির্মাণ করা হবে।

এ সময় কাজিপুর আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভিত্তি প্রস্থর উদ্ধোধনের পরে শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।