বইমেলায় গিয়েও আজিজের দেখা পাননি পূজা চেরী

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বিনোদন ডেস্ক:- প্রযোজক আবদুল আজিজ ও নায়িকা পূজা চেরীর মধ্যে বনীবনা হয়ে গেছে বলে শোনা যাচ্ছে।দীর্ঘদিনের দূরত্ব ঘুচিয়ে তারা আবারও একসঙ্গে কাজ করার পরিকল্পনা করছেন এমন কথাও শোনা যাচ্ছে।যদিও দুজনের সাম্প্রতিক আচরণে সেটি খুব একটা সমর্থন করে না।

আজিজের হাত ধরে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নায়িকা পরিচয় পান পূজা। বলা হয়, কিশোরী পূজাকে নায়িকা বানানোর কারিগর তিনিই। কিন্তু মাঝে ঘর ছেড়ে দূরে যান পূজা। কাজ করেন অন্যান্য প্রযোজক-পরিচালক-নায়কের সঙ্গে।এ নিয়ে অভিমান হয় আজিজের।টানাপোড়েন সৃষ্টি হয় তাদের মধ্যে।সেই দূরত্বের বরফ গলাতে এবং পুনরায় জাজ মাল্টিমিডিয়ায় ফিরতে চাইছিলেন পূজা চেরী। তাই প্রকাশ্যে, সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে পোস্ট দিয়েছেন পূজা।আজিজও নায়িকাকে মেনে নিয়েছেন বলে সূত্রের খবর। 

ক্ষমা প্রার্থনাতেই ক্ষান্ত হননি পূজা চেরী। আরও একধাপ এগিয়ে প্রযোজকের মন জোগাতে ছুটে গেলেন বইমেলায়। কারণ আবদুল আজিজ এবার একটি কবিতার বই লিখেছেন। নাম ‘প্রিয়তমা, তোমাকে বলছি’।এই বইয়ের প্রচারের স্বার্থেই শুক্রবার মেলায় পা রাখেন পূজা। আজিজের বই যে প্রকাশনী থেকে এসেছে, তাদের স্টলে বসে পাঠকদের আহ্বান জানান, সঙ্গে গণমাধ্যমের মুখোমুখিও হন। তবে বইয়ের বাইরে অন্য প্রসঙ্গে একপ্রকার নীরবতাই পালন করলেন নায়িকা।

মজার ব্যাপার হলো, প্রযোজকের জন্য পূজা ছুটে গেলেও দেখা মেলেনি আজিজের! অর্থাৎ পূজা একাই প্রচার সেরে বইমেলা ত্যাগ করেছেন। তবে কি পূজাকে এখনও মন থেকে মেনে নেননি জাজ-কর্তা? প্রশ্ন অনেকের মনে।এর আগে গেলো ২১ ফেব্রুয়ারি মেলায় হাজির হয়েছিলেন আবদুল আজিজ। সেদিন তার সঙ্গে ছিলেন দুই নায়িকা ফারিন খান ও প্রেমা ইসলাম। তারাও জাজ পরিবারের সদস্য। আজিজ জানান, তার কাব্যগ্রন্থের প্রথম মুদ্রন শেষ হয়ে গেছে।

উল্লেখ্য, জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত পোড়ামন ২ ছবির মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন পূজা চেরী। রায়হান রাফী নির্মিত এ ছবির নায়ক সিয়াম আহমেদ। এর আগে অবশ্য জাজের একাধিক ছবিতে শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছিলেন পূজা।