বগুড়ায় প্লাস্টিক কারখানায় আগুন, পাঁচ শ্রমিকের মরদেহ উদ্ধার

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

আব্দুল লতিফ বগুড়া জেলা প্রতিনিধি// বগুড়া আদমদীঘি উপজেলার সান্তাহারে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

কারখানা থেকে এখন পর্যন্ত পাঁচ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে সান্তাহার হবির মোড় এলাকার বিআরআইএস নামের ওই কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নওগাঁ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এ কে এম মুরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে আদমদীঘি, নওগাঁ রানীনগর, আত্রাইসহ বিভিন্ন স্থানের ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। স্থানীয়রা সূত্রে জানা গেছে, ওই প্লাস্টিক কারখানায় ওয়ানটাইম প্লেট সামগ্রী তৈরি হতো। সকাল থেকে সেখানে কাজ করছিলেন শ্রমিকেরা। হঠাৎ করেই কারখানায় আগুনের সূত্রপাত হলে শ্রমিকরা সেখান থেকে বেরিয়ে আসেন।

নিহতদের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। ফায়ার সাভিসের কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নি নির্বাপক যন্ত্রের অব্যবস্থাপনার কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিষ্টের নেতৃত্বে একটি কমিটি গঠন করে দিয়েছেন জেলা প্রশাসক।বগুড়া ফায়ার সার্ভিসের এডি আব্দুল মালেক বলেন, কারখানার ভেতর থেকে দগ্ধ হয়ে মারা যাওয়া পাঁচ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি।

এদিকে ওই কারখানার মালিক ও সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্ট সাংবাদিকদের জানান, কিভাবে আগুনের সূত্রপাত তা বলতে পারছি না। সংবাদ পেয়ে কারখানায় আসি। কারখানায় ওয়ানটাইম প্লেট সামগ্রি তৈরী করা হতো।

আমার ধারণা, প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে।নওগাঁ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে কারণ ও ক্ষতির পরিমাণ বলা যাবে।