বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

জাকির হোসেন চাঁদ পুর জেলা প্রতিনিধি:- বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজিত প্রতিবাদ সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে উভয় গ্রুপের অন্তত ২০ কর্মী-সমর্থক আহত হয়েছেন।মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে, উপজেলার হাজীগঞ্জ পশ্চিম বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২২ রাউন্ড গুলি নিক্ষেপ করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজিত সভায় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ যোগ দেয়।

সভা চলাকালীন সময়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’টি গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উত্তেজিত কর্মী-সমর্থকরা সভার মঞ্চ ভাঙচুর করে।

উভয়পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে। এসময় পুলিশের পক্ষ থেকে ১২২ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে।

এই ঘটনায় হাজীগঞ্জ বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে ।