বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ প্রতি বছর আয়োজন করা হবে;পাপন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মানিক কুমার স্টাফ রিপোর্টার:- আইসিসি এফটিপি মিলিয়ে সুযোগ থাকলে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ প্রতি বছর আয়োজন করা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

শুক্রবার, এক সংবাদ সম্মেলনে একথা বলেন বিসিবি বস।তিনি বলেন, বিপিএলের চেয়ে এই টুর্নামেন্টটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং মনে হয়েছে।

এফটিপি, আইসিসি ইভেন্টস সবকিছু মিলিয়ে সুযোগ থাকলে প্রতিবছরই এই টুর্নামেন্টটা করার ইচ্ছা আছে।

আর উইন্ডিজ সিরিজের জন্য এখনো আমরা পুরো দিল চুড়ান্ত করেনি, খুব দ্রুতই আমরা দল ঘোষণা করবো।তিনি আরও বলেন, টেস্টে দুর্বল বাংলাদেশ।

কিন্তু বিসিবি সভাপতি বলছেন নতুন এফটিপিতে কমতে পারে টাইগারদের টেস্টের সংখ্যাই। উইন্ডিজ সিরিজ সামনে রেখে কয়েক দিনের মধ্যেই নিয়োগ দেয়া হবে ব্যাটিং কোচ।

ODI, টি-টোয়েন্টি, টেস্ট এই তিনটাকে সামনে রেখে আইসিসির ইভেন্টসে কিছু টেস্ট কমতে পারে। যদি টেস্ট কমানো যায় তাহলে অন্যগুলো করতে সুবিধা হয়।