বন্য হাতির আক্রমণে প্রাণ গেলো ২ বৃদ্ধার

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ওসামম বান্দরবান জেলা প্রতিনিধি:- বান্দরবানের লামা ‍উপজেলায় বন্য হাতির আক্রমণে ২ বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (৪ নভেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের মগ বাজার ও জামাল পাড়ায় এই ঘটনা ঘটে। লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আরিফুল হক বেলাল বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতরা হলেন, সোহরাব পাড়ার মৃত ফজর আলীর স্ত্রী খতিজা বিবি (৬৫) ও মগ বাজার এলাকার মৃত মাইন উদ্দিন গাজীর ছেলে আমির আলী (৫০)। একই ঘটনায় মোজাম্মেল হক বয়াতি (৬৫) নামে জামাল পাড়ার একজন আহত হয়েছেন।স্থানীয়দের বরাত দিয়ে বন কর্মকর্তা আরিফুল হক বেলাল বলেন, খতিজা বিবি সকালে গৃহস্থালি কাজে বাড়ির পাশের ঝিরিতে গিয়ে বন্য হাতির সামনে পড়েন।

এ সময় হাতি তাকে আঁচড়ে ঘটনাস্থলেই মেরে ফেলে। অপরদিকে মগ বাজারে আমির আলীর দোকানে ও জামাল পাড়ার মোজাম্মেল হক বয়াতির বাড়িতে ভাঙচুর চালায় ওই বন্যহাতি। এ সময় দোকানদার আমির আলী ও মোজাম্মেল হক বয়াতি গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী চকরিয়া সরকারি হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমির আলীর মৃত্যু হয়।