বহুজাতিক কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লেইনের নাম বদলে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড নাম

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মানিক কুমার স্টাফ রিপোর্টার:- বহুজাতিক কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লেইনের নাম বদলে শেয়ারবাজারে লেনদেন হচ্ছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড নামে।

একই সঙ্গে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি থেকে এটি এখন খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানিতে স্থানান্তরিত হয়েছে।

বহুজাতিক কোম্পানি ইউনিলিভারের কাছে মালিকানা বিক্রির কারণেই মূলত কোম্পানিটি নাম বদল হয়েছে। ১৯৭৬ সালে শেয়ারবাজারে কোম্পানিটি তালিকাভুক্ত হয়েছিলো।এদিকে এএফসি হেলথ লিমিটেডের আইপিও আবেদন বাতিল করেছে বিএসইসি।

এএফসি হেলথের আর্থিক প্রতিবেদনে তথ্যগত গরমিল থাকায় এই আইপিও আবেদন বাতিল হয়েছে বলে জানিয়েছে কমিশন। এছাড়াও বাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানির উদ্যোক্তা-পরিচালকরা সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ হলে ওই কোম্পানির বোর্ড পুনর্গঠনের প্রস্তাবিত কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে বিএসইসি।

অন্যদিকে, আগামী রবিবার (২৯ নভেম্বর) কাঠামোগত ও আইনগত বিষয় নিয়ে মিউচুয়াল ফান্ড সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকে বসবে বিএসইসি।