বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: আইনমন্ত্রী

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মানিক কুমার স্টাফ রিপোর্টার:- বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আইনমন্ত্রী আনিসুল হক।

এমনকি যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত তাদের নির্মূল করার কথাও উল্লেখ করেন আইনমন্ত্রী।

আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনার টিকাদান উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা থেকে ভিডিও কনফারেন্স যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় বাংলাদেশ দ্রুত ভ্যাকসিন পেয়েছে।

টিকাদান কর্মসূচির উদ্বোধনের পর আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ আলম, প্রেসক্লাবের সভাপতি মো. মানিক মিয়াসহ তিন পুলিশ সদস্যকে ভ্যাকসিন দেয়া হয়।

আখাউড়ায় প্রথম পর্যায়ে নিবন্ধিত ২ হাজার ৭৬০ জনকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করা হবে।এদিকে, আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধনী অনুষ্ঠানে ।

উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম, পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাসেম ভূঁইয়া।

উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুর রহমান,আখাউড়া থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রসুল আহমেদ নিজামীসহ অনেকেই।