বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহারে আগ্রহী নেপাল

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহার করতে চায় নেপাল, এ কথা জানালেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারির সাথে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সৌজন্য সাক্ষাতের পর তিনি এ কথা জানান।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক ইস্যুসহ বন্দর ব্যবহার নিয়ে আলোচনা হয়েছে। আমদানি-রফতানিতে বাংলাদেশের মোংলা-পায়রা বন্দর ব্যবহারে আগ্রহী নেপাল।

তিনি আরও বলেন, ভারতের ২৩ কিলোমিটার পথ ব্যবহার করে বাংলাদেশের সাথে সরাসরি বাণিজ্য করতে চায় দেশটি। এক্ষেত্রে বাংলাবন্ধা ও বুড়িমারি স্থল বন্দর ব্যবহার করবে নেপাল। ভারতের করিডোর ব্যাবহার করে স্থলপথে নেপালের সাথে যোগাযোগ দ্রুতই শুরু হবে। তিন দেশই এ বিষয়ে একমত হয়েছে।