বাউফলে ভুয়া চিকিৎসক গ্রেফতার, ক্লিনিক সিলগালা

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাউফল (পটুয়াখালী):– পটুয়াখালীর সনদ ও অনুমোদন ছাড়া এক ব্যক্তি দীর্ঘদিন ক্লিনিক খুলে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। এই অভিযোগে কালিশুরি ইউনিয়নের ‘ফেয়ার মেডিকেল সার্ভিসেস’ নামক ক্লিনিকে অভিযান চালিয়ে ক্লিনিকের পরিচালক চিকিৎসক মহিউদ্দিন আহমেদকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ক্লিনিকটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক কুমার কুন্ড। এসময় তিনি বিভিন্ন প্রকার মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট রাখার অপরাধে এবং ক্লিনিক পরিচালনার লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন। একইসাথে ক্লিনিকের পরিচালক ভুয়া সনদ দেখিয়ে নিজেকে চিকিৎসক দাবি করায় মহিউদ্দিনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও এক মাসের কারাদণ্ড দেয়া হয়।

এ বিষয়ে এসিল্যান্ড প্রতীক কুমার কুন্ড বলেন, কোনো অনুমোদন ও সনদ ছাড়াই মেডিকেল প্র্যাক্টিস করার অপরাধে তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসাথে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানের অনুমোদন না থাকায় সেটি সিলগালা করে দেয়া হয়েছে বলেও জানান তিনি।