বাগেরহাটে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে, যান চলাচল বন্ধ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাগেরহাট জেলা প্রতিনিধি:- বাগেরহাটের মোল্লাহাট গাওলার পাগলা বাজার এলাকায় খুলনা-মাওয়া পুরনো মহাসড়কে বেইলি ব্রিজ ভেঙে বালু বোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় বেইলি ব্রিজ ভেঙে যায়। এ ঘটনায় ট্রাকচালক মো. জাবের (৩২ ) আহত হন। বেইলি ব্রিজ ভেঙে পড়ায় খুলনা-মাওয়া পুরনো মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা। এদিকে স্থানীয় সড়ক বিভাগ বলছে, দ্রুত সময়ের মধ্যে ট্রাক সরিয়ে নেওয়া হবে। একই সঙ্গে ব্রিজটি সংস্কার করা হবে। স্থানীয় বাসিন্দারা জানান, বালু বোঝাই ট্রাকটি মোল্লাহাট উপজেলার মাদরাসা ঘাট হতে নাশুখালীর দিকে যাচ্ছিল।

ধারণ ক্ষমতার অতিরিক্ত বালু ছিল ওই ট্রাকটিতে। ট্রাকটি ব্রিজের ওপর উঠে রেলিংয়ে ধাক্কা খায়। এতে রেলিং ভেঙে ট্রাকটি খালে পড়ে যায়। বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন বলেন, খাল থেকে ট্রাকটি সরিয়ে নিতে ক্রেন পাঠানোর প্রক্রিয়া চলছে।

ট্রাকটি তোলার পরে ক্ষতিগ্রস্ত ব্রিজটির সংস্কার কাজ শুরু করা হবে। ব্রিজ সংস্কারের জন্য মিস্ত্রি, শ্রমিক ও প্রয়োজনীয় মালামাল প্রস্তুত রয়েছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে এই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হবে।