বাজার-দর রাজধানীতে ব্রয়লার মুরগির দাম কমলেও, চড়া কক মুরগির দর

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:- সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে কেজিতে ১০ টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম।

তবে চড়া কক মুরগি। সবজির বাজারে কিছুটা স্বস্তি আসলেও, ক্রেতা-বিক্রেতারা বলছেন, মৌসুম অনুযায়ী দাম এখনো চড়া।সপ্তাহের ব্যবধানে সরবরাহ কিছুটা বাড়ায় কেজিতে ১০ টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম।

উত্তরার বিডিআর কাঁচাবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকা কেজি আর কক মুরগি ২৮০/২৮৫ এবং দেশি মুরগি ৪৪০/৪৫০ টাকা কেজি।এদিকে, রাজধানীর পাইকারি বাজারে মধ্যম মানের নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৭২ টাকা কেজি।

এছাড়া মিনিকেট মানভেদে ৫৭ থেকে ৬২ টাকা আর বিআর-আটাশ চাল ৪৫ থেকে ৪৮ টাকা কেজি। বিক্রেতারা বলছেন ধানের দাম বৃদ্ধির অযুহাতে চালের দাম বাড়ানোর ইঙ্গিত আছে মিলমালিকদের কাছ থেকে।বাজারে কিছুটা কমেছে শীতের সবজির দাম।

ফুলকপি বাঁধাকপি ৩৫/৪০, লাউ বিক্রি হচ্ছে ৭০/৮০ টাকা প্রতিটি। এছাড়া শিম মানভেদে ৪০/৬০শশা, গাজর, টমেটো ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এ বাজারে। তবে শীতের সবজির এ দামেও সন্তুষ্ট নন অনেক ক্রেতা।

সরবরাহ বাড়ায় বাজারে কমেছে চীনা আদা রসুনের দাম। দেশি পেঁয়াজের দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে।বাজারে মাছের সরবরাহ পর্যাপ্ত থাকলেও, দেশি মাছের দাম কিছুটা চড়া।

চাষের শিং মাগুর বিক্রি হচ্ছে আকার ভেদে ৪০০/৫০০ টাকা কেজি। আর এক কেজি আকারের ইলিশ বিক্রি হচ্ছে ১১শ’ টাকা কেজি দরে।বিক্রেতারা বলছেন, মাছের দাম তুলনামুলক কম হলেও বিক্রি খুব বেশি বাড়েনি।