বাজার নিয়ন্ত্রণ করতে বাণিজ্যমন্ত্রীকেই আমদানির ট্রিগারে হাত রাখতে হবে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক:- বাজার নিয়ন্ত্রণ করতে চাইলে বাণিজ্যমন্ত্রীকেই আমদানির ট্রিগারে হাত রাখতে হবে বলে মন্তব্য করলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শনিবার (১৪ অক্টোবর) রাজধানীতে কৃষিপণ্যের দাম নিয়ন্ত্রণে বেসরকারি খাতের সদিচ্ছা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির এক বিতর্কে এ মন্তব্য করেন তিনি। বলেছেন, টিসিবি প্রায় মরে যাচ্ছে। সংস্থাটিকে আবার উজ্জীবিত ও শক্তিশালী করে তুলতে হবে।

বাজারে অস্থিরতা বাড়ছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, সুযোগসন্ধানী লোকেরা অস্থিরতার সুযোগে অতি মুনাফা তুলে নিচ্ছে। সিন্ডিকেটের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই।

এ বিতর্ক অনুষ্ঠানে ভোক্তা অধিকারের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান জানান, বেসরকারি খাতের স্বদিচ্ছা না থাকলে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। দেশে উৎপাদিত পণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার পেছনে অশুভ শক্তি জড়িত। আর বিপননব্যবস্থায় চরম দূর্বলতা রয়েছে।