বানে ডুবলো সিলেট-সুনামগঞ্জ, উদ্ধারে সেনাবাহিনী

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ডা. ওমর আলী সিলেট বিভাগীয় সংবাদদাতা// সিলেট ও সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির ভয়াবহ রূপ নিয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। শুক্রবার বিকালে পরিস্থিতির আরও অবনতি ঘটলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরণের ফ্লাইট উঠা-নামা বন্ধ করে দেওয়া হয়েছে।

সিলেট বিমানবন্দর সিভিল অ্যাভিয়েশনের ম্যানেজার আবদুল হাফিজ শুক্রবার বিকালে ইত্তেফাককে জানান, রানওয়ের কাছাকাছি পানি এসে যাওয়ায় বেলা সাড়ে ৩টায় তারা সব ধরণের বিমান চলাচল আগামী ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছেন।

সিলেটের বিভিন্ন খাল ও ড্রেন দিয়ে পানি প্রবেশ করছে। নদী উপচে শাবি ক্যাম্পাসে পানি ঢুকলে সেখানে অবর্ণনীয় দুর্ভোগ শুরু হয়েছে।

২৫ জুন পর্যন্ত পরীক্ষা ও ক্লাস স্থগিত করা হয়েছে। সেখানে বিদ্যুৎ ও পানির অভাব দেখা দিয়েছে। আবাসিক শিক্ষার্থীরা হল ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। ছাত্রীদের নিরাপদে সরানো হচ্ছে। সিলেট শহরের বহু আবাসিক এলাকা ডুবে গেছে।

এদিকে স্মরণকালের বন্যা পরিস্থিতিতে বানভাসি মানুষের উদ্ধার, ত্রাণ বিতরণ, চিকিৎসা প্রদানসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার জন্য ৮ প্লাটুন সেনা সদস্য নামানো হয়েছে সিলেট ও সুনামগঞ্জে।

সিলেটস্থ ১৭ পদাতিক ডিভিশন সিলেটের জেনারেল অফিসার কমান্ডিং বরার সিলেটের জেলা প্রশাসক মজিবুর রহমান চিঠি পাঠালে ৮ প্লাটুন সেনা সদস্য মাঠে নামানো হয়।

সেনাবাহিনীর সদস্যরা পানিবন্দি মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছানো, চিকিৎসা সহায়তা, খাবারের ব্যবস্থা, খাদ্য গুদাম রক্ষার করার কাজে নেমেছে। সিলেটে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন প্রধান মেজর জেনারেল হামিদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে সিলেট শহরের কুমারগাঁওয়ের বিদ্যুৎ কেন্দ্রটি ভয়াবহ বিপর্যয়ের সম্মুখিন। বেলা সাড়ে ৩টার দিকে প্রকৌশলীরা জানান, ৪-৫ ইঞ্চি পরিমাণ পানি বাড়লে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করবে।

সেনাবাহিনীর সহযোগিতায় সিটি মেয়র আরিফুল হক চৌধূরীসহ সংশ্লিষ্ট প্রকৌশলীরা ওই কেন্দ্রের চারদিকে বালির বস্তা দিয়ে বাঁধ দিয়ে পানি আটকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মেয়র আরিফ জানান, যেকোনো মূল্যে বিদ্যুৎ কেন্দ্রটি চালু রাখতে হবে। নতুবা সিলেট সারাদেশের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাবে।