বান্দরবানের দিন দিন বাড়ছে পর্যটকের সংখ্যা ; মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পাফুঙ্গ বান্দরবান:-পার্বত্য জেলার একটি বান্দরবান জেলা এই জেলার পর্যটন কেন্দ্রগুলো দিনদিনই বাড়ছে পর্যটক সমাগম তবে বেশিরভাগ পর্যটকই মানছেনা স্বাস্থ্যবিধি স্থানীয়দের মাঝে বার্সেলোনার সংক্রমণের ঝুঁকি।

গত ২১ আগস্ট থেকে বান্দরবানের সব পর্যটক কেন্দ্র জন্য খুলে দেয়া হয়। দীর্ঘ ৫ মাস পর নিষেধাজ্ঞা উঠে যায় বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলোয় উপচেপড়া ভিড়।

গারো সবুজ পাহাড়ের মিলন মেলা, রোদ বৃষ্টি অথবা মেঘের খেলা মুগ্ধ করে পর্যটকদের । কেউ যাচ্ছেন নীলাচলে কেউবা হিমশীতল ঝরনা শৈলপ্রপাত। আবার কেউ কেউ নীলগিরি, চুম্বুক পাহাড় মেঘালয় রাজ্যকে মুগ্ধ করে পর্যটকদের।

করণা সংক্রমণ রোধে পর্যটকদের স্বাস্থ্যবিধান নির্দেশনা মানছে না কেউ । অনেকেই মাক্স ছাড়াই ঘুরে বেড়াচ্ছে এতে করে সমালোচনার ঝড় স্থানীয়দের মাঝে। কিছু কিছু হোটেল মোটেল কেন্দ্রগুলোর প্রবেশপথের নেই তাপমাত্রা নিয়ন্ত্রণ যন্ত্র, স্বাস্থ্যবিধির না মানায় সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে বলে জানালেন, বান্দরবান টুরিস্ট জুনের ইনচার্জ আমিনুল হক।