বিএনপির লিফলেট বিতরণ-মিছিল: বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে দেশের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও মিছিল করেছে বিএনপি। শুক্রবার (৫ জানুয়ারি) সাভার, কুমিল্লা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নোয়াখালী, পাবনা ও সিলেট জেলাসহ দেশের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীরা লিফলেট বিতরণ ও মিছিল করে।

এরমধ্যে কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর বাধায় পণ্ড হয়েছে বিএনপির এ কর্মসূচি। সকালে কুমিল্লা নগরীর নিমতলী এলাকা থেকে মিছিল নিয়ে কান্দিরপাড়ের দিকে এগোয় বিএনপির নেতাকর্মীরা। তবে মিছিলে বাধা দেয় পুলিশ। একপর্যায়ে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছুড়ে পুলিশ। একপর্যায়ে বিএনপি নেতাকর্মীরা পিছু হটে। এ সময় আশেপাশের এলাকাতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে, অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে নগরীর বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

অপরদিকে, সিলেটের আম্বরখানায় বিএনপির মিছিলে ধাওয়া দিয়েছে পুলিশ। এ সময় দৌঁড়ে পালিয়ে যায় মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা। তখন দলটির ৪ জনকে আটক করেছে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার আজবাহার আলী শেখ এ তথ্য নিশ্চিত করেন। এছাড়া নগরীর বিভিন্ন স্থানেও মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

টাঙ্গাইল পৌর এলাকার সন্তোষ বাজারে বিক্ষোভ ও জনসাধারণের মাঝে জেলা বিএনপি লিফলেট বিতরণ করেছে। এ সময় দলটির নেতারা অভিযোগ করেন, সরকার অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে প্রহসনের নির্বাচন করছে। জনগণ এই ডামি নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখান করবে। জেলার ঘাটাইল উপজেলার বিভিন্ন এলাকায়ও গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। আহ্বান জানান ৭ জানুয়ারির ভোট বর্জনের।

সাভারের বিভিন্ন এলাকায়ও এই কর্মসূচি করেছে বিএনপির নেতাকর্মীরা। সকালে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে সাভারের শিমুলিয়া ইউনিয়নের গ্রামগুলোতে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় বিএনপির নেতাকর্মীরা স্থানীয়দের ভোটকেন্দ্র যেতে নিরুৎসাহী করেন। জনগণের আশা আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে সরকার একতরফা নির্বাচনের প্রস্তুতি নিয়েছে বলেও অভিযোগ করেন তারা।

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কয়েকটি এলাকায় নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেছেন। জনসাধারণকে ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানান তারা। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার কথাও জানান।

নোয়াখালীতেও মিছিল করেছে বিএনপি। দুপুরে মাইজদী পৌরবাজার থেকে মিছিল শুরু করে দলের নেতাকর্মীরা। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় মসজিদ মোড়ে এসে শেষ হয় মিছিলটি। এরপরে এক সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। সেখানে বক্তারা ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

পাবনায়ও লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন। আহ্বান করেন, নির্বাচন বর্জন, অসহযোগ আন্দোলন ও হরতাল সফল করার।