বিএনপি আমলে টেলিভিশন মানেই ছিলো সাহেব-বিবি-গোলামের বাক্স

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ডা. ওমর সিলেট জেলা প্রতিনিধি:- শেখ হাসিনা সরকারে ছিল বলেই সারাদেশে এতোগুলো মিডিয়া তৈরি হয়েছে।


বিএনপি আমলে টেলিভিশন মিডিয়া বলতে মানুষ বুঝতো কেবল সাহেব বিবির বাক্স। এখন সে অবস্থা পাল্টেছে বলে মন্তব্য করেছেন পররাষ্টমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শনিবার জাতীয় প্রেসক্লাবে শেখ হাসিনার ৭৪তম জন্মদিন এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকারে ছিল বলেই সারাদেশে এতোগুলো মিডিয়া তৈরি হয়েছে। যদিও এতে অনেক নেতিবাচক সমস্যাও হয়েছে। বিএনপির সময় শুধু একটি সাহেব বিবির চ্যানেল ছিল আর এখন প্রায় ৩৬ টি চ্যানেল। এগুলো সম্ভব হয়েছে শেখ হাসিনার কল্যাণেই। শেখ হাসিনা সরকারে আছে বলেই জনগণ এখন তার ন্যায্য অধিকার পাচ্ছে বলেও মন্তিব্য করেন তিনি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উন্নত বাংলাদেশের যে স্বপ্ন দেখেছেন তার কন্যা প্রধানমন্ত্রী হয়ে তা বাস্তবায়ন করছেন।