বিএনপি নেতা হাবিবকে খুঁজতে আইজিপিকে নির্দেশ দিলো হাইকোর্ট

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

আদালত অবমাননায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে খুঁজে ৭ ডিসেম্বরের মধ্যে হাইকোর্টে হাজির করতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৮ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

তার আগে আজ সকালে ডেপুটি এটর্নি জেনারেল আদালতকে জানান, হাবিবকে তার পাবনার ও ঢাকার শ্যামলীর বাসায় খুঁজে পাওয়া যায়নি। এক মামলায় সাজা হওয়ার পর থেকেই পলাতক রয়েছেন তিনি। পাবনা জেলা পুলিশ ও ডিএমপির শের-ই বাংলা থানা পুলিশের সমন্বয়ে হাইকোর্টকে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ৬ নভেম্বর বিচারপতি মো. আখতারুজ্জামানকে নিয়ে বিরূপ মন্তব্য করায় তার ব্যাখ্যা দিতে হাবিবুর রহমান হাবিবকে তলব করেছিলেন হাইকোর্ট। গত ৬ নভেম্বর হাজির হওয়ার কথা থাকলেও তিনি আসেননি।

পরবর্তীতে ৮ নভেম্বরের মধ্যে তার বর্তমান অবস্থান জানতে চেয়েছিলেন হাইকোর্ট। পরে জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ হাবিবুর রহমান হাবিব কোথায় আছেন রাষ্ট্রপক্ষকে সে বিষয়ে খোঁজ নিয়ে ৮ নভেম্বর জানানোর নির্দেশ দিয়েছিলেন।