বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

লালমনিরহাট:- লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আরও এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (২৯ মার্চ) মধ্যরাতে জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বেলতলা সীমান্তে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত চারদিনের ব্যবধানে লালমনিরহাট সীমান্তে দ্বিতীয় বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনা ঘটালো বিএসএফ।

বিজিবি ও পুলিশ জানায়, শনিবার (শুক্রবার দিবাগত রাত) রাতে মুরলি চন্দ্রসহ প্রায় ২০ জনের একটি বাংলাদেশির দল গরু আনতে সীমান্তে যায়। এ সময় বিএসএফের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে মুরলিসহ মিজানুর ও লিটন মিয়া নামে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হন।

পরে, আহতদেরকে উদ্ধার করে নিয়ে আসলে গুলিবিদ্ধদের মধ্যে মুরলি চন্দ্র বর্মণ মারা যান। গুলিবিদ্ধ অপর দুই বাংলাদেশি অজ্ঞাত স্থানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় প্রতিবাদ জানানোসহ বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ।

প্রসঙ্গত, গত ২৫ মার্চ গভীর রাতে লালমনরিহাটরে আদতিমারী উপজলোর র্দূগাপুর সীমান্তরে ৯২৩ নাম্বার পিলার এলাকায় লটিন মিয়া নামে এক বাংলাদেশিকে গুলি করে বিএসএফ। গত ২৬ মার্চ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।