বিকল্পধারা বাংলাদেশের যুগ্ন মহাসচিব মাহি বি চৌধুরী ও তার স্ত্রীর সম্পদের হিসাব চেয়েছে দুদক

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মানিক কুমার দাস স্টাফ রিপোর্টার:- বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য মাহি বি চৌধুরী এবং তার স্ত্রী আশফাহ হক লোপার সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।


দুর্নীতি দমন কমিশন, দুদকের পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী স্বাক্ষরিত এক নোটিশ আদেশে তাদের একুশ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব দিতে বলা হয়েছে।

দুজনের কাছে আলাদা পাঠানো নোটিশে বলা হয়েছে, তারা বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন। এ কারণে তাদের নিজের এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী পাঠাতে হবে।

বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য মাহি বি চৌধুরী এবং তার স্ত্রী আশফাহ হকচৌধুরী এবং তার স্ত্রী আশফাহ হক

নোটিশে আরো বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করলে দুদক আইনের ২৬ এর ২ উপধারায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

যুক্তরাষ্ট্রে অর্থপাচার ও জ্ঞাত আয় বহিভূর্ত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালে তাদের বিরুদ্ধে অনুসন্ধান করে দুদক। এরপর দুদকের জিজ্ঞাসাবাদে মাহী বি চৌধুরী অভিযোগ ভিত্তিহীন দাবি করেন।