বিদ্যুৎ সংকটেও অভিনব উপায়ে যোগাযোগ রক্ষা করছে গাজাবাসী

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

টানা একমাস ধরে গাজায় চলছে ইসরায়েলের নারকীয় আগ্রাসন। বেসামরিক স্থাপনা তো বটেই, ইহুদি বাহিনীর বর্বতা থেকে বাদ যাচ্ছে না হাসপাতালও। লাগাতার হামলার কারণে গাজা উপত্যকার মানুষগুলোর অস্তিত্ব হুমকির মুখে। এরইমধ্যে চলছে তীব্র খাবার, বিশুদ্ধ পানি এবং বিদ্যুৎ সংকট। বহির্বিশ্বের সাথে যোগাযোগ ক্রমশ কঠিন হয়ে পড়েছে ফিলিস্তিনিবাসীর।

বিদ্যুত কিংবা জ্বালানি ছাড়াই একটি বড় ধরনের চ্যালেঞ্জ হল ফোন চার্জ করার উপায় খুঁজে বের করা। চলমান যুদ্ধের সময় ফোন চার্জ দেয়ার অভিনব উপায় খুঁজে বের করেছে গাজার বাসিন্দারা। বুধবার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বেশিরভাগ লোকজন স্টেশনে পৌঁছানোর জন্য দীর্ঘ দূরত্ব হেঁটে যাচ্ছে। উদ্দেশ্য একটাই, গাড়ির ব্যাটারির সাথে সংযোগ করে ফোন চার্জ করা। এই পদ্ধতি অবলম্বন করে অনেকেই চার্জ দিচ্ছেন ফোন। এমনকি ব্যাটারির সাহায্যে বিদ্যুৎ সংযোগেরও ব্যবস্থা করেছেন অনেকে।