বিয়ের ২৩ দিন পর কিশোর স্বামীর লাশ উদ্ধার, স্ত্রী হাসপাতালে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাগেরহাট জেলা প্রতিনিধি:– বাগেরহাটে বিয়ের ২৩ দিন পর মনিরুজ্জামান মনি ওরফে আলিরাজ (১৭) নামের এক কিশোর স্বামীর লাশ উদ্ধার করা হয়েছে।

এ সময় গুরুতর অসুস্থ অবস্থায় ওই কিশোরের স্ত্রী মিশকাতুলকে (১৮) উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার বাগেরহাট শহরের হরিণখানা এলাকার মো. নেকবার মল্লিকের টিনশেড ভাড়াবাড়ি থেকে ওই কিশোরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই সে মারা যায়।কিশোরের বাবার দাবি, মিশকাতুল ও তার লোকজন পরিকল্পিতভাবে মনিকে হত্যা করেছে।নিহত মনিরুজ্জামান মনি ওরফে আলিরাজ যশোর জেলার কেশবপুর উপজেলার মাদারডাঙ্গা গ্রামের মো. আব্দুল হালিমের ছেলে। সে পাবনার একটি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

কিশোরের স্ত্রী মিশকাতুল বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বরশিবাওয়া গ্রামের মনিরুজ্জামান মীরের মেয়ে। মিশকাতুল বাগেরহাটের একটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। প্রেমের সম্পর্কে ২৫ এপ্রিল তারা বয়স গোপন করে বিয়েবন্ধনে আবদ্ধ হন। গেল ৭-৮ দিন ধরে হরিণখানা এলাকার মো. নেকবার মল্লিকের টিনশেড বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করত তারা।ধারণা করা হচ্ছে- উভয়ের পরিবার তাদের বিয়ে মেনে না নেওয়ায় বুধবার গভীর রাতে মিশকাতুল ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় মনিরুজ্জামান মনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।নিহত মনিরুজ্জামান মনি ওরফে আলিরাজের বাবা মো. আব্দুল হালিম বলেন, আমার ছেলেকে ঢাকায় নিয়ে গোপনে বিয়ে করেছে মিশকাতুল। বিষয়টি আমাদের অনেক পরে জানিয়েছে।

আমরা এ বিয়ে মেনে নেওয়ার কথাও বলেছিলাম; কিন্তু ছেলেকে আমাদের কাছে যেতে দিত না। আমার ছেলে আত্মহত্যা করতে পারে না, মিশকাতুল ও তার পরিবারের লোকজন আমার ছেলেকে হত্যা করেছে। আমি এ হত্যার বিচার চাই।মনিরুজ্জামান মনি ওরফে আলিরাজের মৃত্যু সম্পর্কে তেমন কিছু জানাতে পারেনি বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোরের স্ত্রী মিশকাতুল।বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের স্ত্রী মিশকাতুল পুলিশ প্রহরায় বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছে।