বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় যুবককে অ্যাসিড নিক্ষেপ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাপ্পি বিশ্বাস পশ্চিমবঙ্গ ভারত প্রতিনিধি// বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় যুবককে অ্যাসিড নিক্ষেপ করেছেন ভারতের কেরালা রাজ্যের শিবা নামে এক নারী।

৩৫ বছর বয়সী ওই নারী দুই সন্তানের জননী।এ ঘটনায় অভিযুক্ত নারীকে শনিবার (২০শে নভেম্বর) গ্রেপ্তার করেছে পুলিশ। আর অ্যাসিডদগ্ধ অরুণ কুমার (২৮) রাজ্যের একটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশের বরাত দিয়ে এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীর সঙ্গে অরুণের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয়। তবে তিনি জানতেন না যে ওই নারী বিবাহিত বা তার দুটি সন্তান রয়েছে।

বিষয়টি জানার পর অরুণ ওই নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চান।আর তখনই ওই নারী অরুণকে বিয়ের জন্য জোরাজুরি করতে থাকেন।

কিন্তু অরুণ এতে রাজি না হওয়ায় ওই নারী তাকে ব্ল্যাকমেইল করতে থাকেন এবং টাকা দাবি করেন।গত ১৬ই নভেম্বর অরুণ তার ভগ্নিপতি ও এক বন্ধুকে নিয়ে শিবাকে তার দাবি করা টাকা দিতে আদিমালি মন্দিরে যান। ওই মন্দিরের এক সিসিটিভি ফুটেজে দেখা যায়, অরুণ ও শিবা পাশাপাশি দাঁড়িয়ে ছিলেন।হঠাৎ তিনি অরুণকে লক্ষ্য করে অ্যাসিড ছুঁড়ে মারেন। এতে তার মুখমণ্ডল ঝলসে যায়।

আর এই অ্যাসিড মারতে গিয়ে শিবাও সামান্য আহত হন।এ ঘটনার পর অরুণ প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে তাকে সেখান থেকে রাজ্যের একটি মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়।

চিকিৎসকের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, অরুণ দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিতে রয়েছেন। এ ঘটনায় শুক্রবার একটি মামলা দায়ের হয়েছে এবং শনিবার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান পুলিশ।