বিয়ে বাড়ির খাবার খেয়ে ৪০ জন হাসপাতালে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ওসামম কক্সবাজার জেলা প্রতিনিধি:- কক্সবাজারের মহেশখালীর এক বিয়ে বাড়িতে খাবার খেয়ে পেট ব্যথায় আক্রান্ত হয়ে অন্তত ৪০ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এদের মধ্যে অন্তত ৩৫ জনকে ভর্তি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদের মধ্যে অনেকের পেট ব্যথার পাশাপাশি ডায়রিয়াও দেখা দেয়।

শনিবার (২৮ মে) বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহফুজুল হক।

এর আগে শুক্রবার (২৭ মে) রাতে মহেশখালীর দক্ষিণ জাগিরাঘোনায় জনৈক সেলিমের মেয়ের বিয়েতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মহেশখালী পৌরসভার পুটিবিলা ইয়ার মোহাম্মদ পাড়া এলাকার জাহাঙ্গীরের সঙ্গে বড় মহেশখালীর দক্ষিণ জাগিরাঘোনার সেলিমের মেয়ের বিয়ে ধার্য ছিল শুক্রবার।

এ উপলক্ষে কনের বাড়িতে বর পক্ষ দাওয়াত খাওয়া শেষে বাড়ি চলে আসে। হঠাৎ গভীর রাতে বর পক্ষের লোকজনের পেটব্যথা শুরু হয়। সমস্যা বেশি হওয়ায় শনিবার ভোর ৬টার দিকে একে একে অসুস্থ ৪০ জন হাসপাতালে এসে চিকিৎসা নেন।

অসুস্থ জান্নাতুল ফেরদৌস জানান, শুক্রবার দুপুরে বিয়ের দাওয়াতে যান এবং বিকেলে খাওয়া দাওয়া করেন। সন্ধ্যার পর থেকে পেটে ব্যথা ওঠে। রাতে পেটে সমস্যা হওয়া শুরু হলে মহেশখালী হাসপাতালে ভর্তি হন।

তার সঙ্গে আরও অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন।মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহফুজুল হক বলেন, পেট ব্যথা ও ডায়রিয়ার লক্ষণ নিয়ে প্রায় ৪০ জন হাসপাতালে আসেন। তাদের মাঝে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে যান ৫ জন।

বাকি ৩৫ জনকে মহেশখালী হাসপাতালে ভর্তি দেওয়া হয়। চিকিৎসার পর শনিবার বেলা ২টা পর্যন্ত অনেকের পায়খানা বন্ধ হওয়ায় হাসপাতাল ত্যাগ করেছেন। বাকি ২০-২২ জন এখনও চিকিৎসা নিচ্ছেন।

খাদ্যে বিষক্রিয়ায় এমনটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ডাক্তার মাহফুজ আরও বলেন, ‘রোগীর সিটের সংকট থাকলেও ফ্লোরে বিছানা পেতে দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে।