বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ডেইলি বাংলাদেশ টুডে:- রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শহিদ বেদিতে শ্রদ্ধা নিবেদনশহিদ বুদ্ধিজীবী দিবস আজ।

দেশের বিভিন্ন স্থানে সর্বস্তরের মানুষ স্মরণ করছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের।দিনের আলো ফোটার সাথে সাথে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, ঢাকা দক্ষিণ সিটির মেয়র ও সর্বস্তরের জনগণ বুদ্ধিজীবী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।এর আগে রাত ১২টা এক মিনিটে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ফজলুল হক হলের শহিদ বেদীতে মোমবাতি জ্বালিয়ে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়।

মোহাম্মদপুরে রায়ের বাজার বধ্যভূমিতে মোমবাতি জ্বালিয়ে ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে সর্বস্তরের মানুষ।এছাড়া শরীয়তপুরে কেন্দ্রীয় শহিদ মিনারে মোমবাতি জ্বালিয়ে শহিদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানানো হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।এছাড়া দেশের বিভিন্ন স্থানে শহিদের শ্রদ্ধা জানাতে দিনভর কর্মসূচি হাতে নেয়া হয়েছে।