ব্যাংক কোম্পানি সংশোধন বিল- ২০২৩ সংসদে পাস

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মানিক মিয়া ঢাকা:- ব্যাংক কোম্পানি আইন সংশোধনী বিল সংসদে পাস হয়েছে। এর সুবাদে জামানত গচ্ছিত রেখে ঋণ নিতে হবে ব্যাংকের পরিচালকদের। নির্ধারণ করে দেয়া হয়েছে ইচ্ছাকৃত ঋণখেলাপির সংজ্ঞাও।

বুধবার (২১ জুন) বিকেলে সংসদ অধিবেশনে ব্যাংক কোম্পানি আইন সংশোধনী বিল নিয়ে আলোচনা শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি জানান, গত ১৪ বছরে দেশে খেলাপি ঋণের পরিমাণ ৫ শতাংশ কমেছে। সরকারি তহবিল থেকে মূলধন নিতে হয় না রাষ্ট্রায়ত্ত ব্যাংককে। তাই আগের চেয়ে আর্থিক খাতের পরিস্থিতি ভালো। ফলে ৭ গুণ বেড়েছে আমানতের হার।

সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, গত ১৪ বছরে দেশে খেলাপি ঋণের পরিমাণ ১৩.২ শতাংশ থেকে ৮.৬ শতাংশে নেমে এসেছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এখন আর তহবিল যোগান দিতে হয় না। ব্যাংককে মোট আমানতের পরিমাণ ৭ গুণ বেড়ে ১৬ লাখ ৬৯ হাজার ৫০০ কোটি টাকায় দাঁড়িয়েছে।

ব্যাংক কোম্পানি আইন সংশোধনী বিলের বিরোধিতা করে জাতীয় পার্টির এমপিরা বলেন, আইএমএফের শর্ত মেনে এই সংশোধনী আনা হয়েছে। এটি পাসের আগে আরও যাচাই-বাছাই প্রয়োজন। তবে সে প্রস্তাব নাকচ করে দেন অর্থমন্ত্রী। এর প্রতিবাদে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে জাতীয় পার্টি।