ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

শাহ আলম ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রতিনিধি// ব্রাহ্মণবাড়িয়ায় সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।রবিবার সোসাইটি অব মেডিসিন আয়োজিত এক সম্মেলনে তিনি একথা জানান।

মন্ত্রী আরো বলেন, সরকারের হাতে পর্যাপ্ত করোনার টিকা রয়েছে।রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন ২১তম আন্তর্জাতিক সম্মেলন ও বৈজ্ঞানিক অধিবেশনের আয়োজন করে। উদ্বোধনী অধিবেশনে বক্তারা তুলে ধরেন স্বাস্থ্যখাতের নানা সমস্যা ও সম্ভাবনার কথা।

মেডিক্যাল শিক্ষা ব্যবস্থার নানা সঙ্কটের কথাও উঠে আসে।প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী এসব সংকট দূর করতে নেয়া পদক্ষেপের কথা তুলে ধরেন। পরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের জানান, এখনো ৮ কোটি ডোজ করোনার টিকা সরকারের হাতে রয়েছে।

এছাড়া, ব্রাহ্মণবাড়িয়ায় সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন অনুসারে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।