ব্রিজে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:- চুয়াডাঙ্গার আলমডাঙ্গার লাল ব্রিজের রেললাইনের ওপরে সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় হুসাইন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

ট্রেনের ধাক্কায় হুসাইন (১১) নামে এক শিশুর মৃত্যু

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আলমডাঙ্গা শহরের লাল ব্রিজের ওপর বেনাপোল এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুসাইন আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের কামালপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে।

আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যায় হুসাইনসহ কয়েকজন লাল ব্রিজে ঘুরতে যায়। রেল ব্রিজের ওপর ওপরে সেলফি তুলছিল তারা। এ সময় হঠাৎ খুলনা থেকে ছেড়ে আসা ঢাকামুখী ‘ঈদ স্পেশাল’ বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ব্রিজের ওপর চলে আসে। এতে ট্রেনের ধাক্কায় ব্রিজের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় হুসাইনের।

আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মোখলেসুর রহমান বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে লাল ব্রিজের নিচ থেকে হুসাইনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) মাসুদ রানা বলেন, লাল ব্রিজের ওপরে কয়েকজন মিলে সেলফি তুলছিল।

এ সময় ঈদ স্পেশাল বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্রিজের নিচে পড়ে হুসাইনের মৃত্যু হয়। রাত সাড়ে ৮টায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।