ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্যে ভাঙচুর

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কুষ্টিয়া জেলা প্রতিনিধি:- কুষ্টিয়ার কুমারখালীতে ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্যে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৮ই ডিসেম্বর) সকালে কুষ্টিয়ার কুমারখালীর কয়া মহাবিদ্যালয়ে বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্যের মুখের ডানপাশ ও নাক ভাঙা অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্কুলের অধ্যক্ষসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে প্রশাসন। কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত জানান, এই কলেজের কর্তৃপক্ষ আবক্ষের বিষয়ে প্রশাসনকে অবগত করেনি এবং নিরাপত্তার ব্যবস্থা করেনি।

বৃহস্পতিবার রাতের কোন এক সময় বাঘা যতীনের ভাস্কর্যের নাক ও ডান গালের কিছু অংশ ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সম্পৃক্তদের দ্রুত খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।

কুষ্টিয়া কুমারখালীর কয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম স্বপন বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের পরই এই ঘটনা একই সূত্রে গাঁথা, আমরা এই ঘটনার সাথে সম্পৃক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

উল্লেখ্য, জাতির পিতার ভাস্কর্য ভাঙচুরের রেশ কাটতে না কাটতেই এবার ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

২০১৬ সালে কয়া মহাবিদ্যালয় প্রাঙ্গণে ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী সংগঠন যুগান্তর দলের নেতা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের আবক্ষ ভাস্কর্যটি স্থাপন করা হয়।