বয়কট ও পদত্যাগের দাবীতে উত্তাল চলছে চলচ্চিত্র অঙ্গন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

আশরাফ:- চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে জায়েদ খান ও মিশা সওদাগরের পদত্যাগ করা না করা নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে চলচ্চিত্র অঙ্গন। এনিয়ে চলছে পাল্টা-পাল্টি বক্তব্য, সংবাদ সম্মেলন মানববন্ধন।

একদিকে জায়েদের নেতৃত্ব চলচ্চিত্র শিল্প সমিতির একাংশ। অন্যদিকে প্রযোজক পরিচালক সমিতি ছাড়াও চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের ১৮টি সংগঠন। বিরোধের শুরুটা গেলো বছরে চলচ্চিত্র শিল্পী নির্বাচন ঘিরে। নানান অভিযোগ নির্বাচিত সভাপতি মিশা ও সাধারণ সম্পাদক জায়েদের বিরুদ্ধে।শিল্পী ছাড়াও জায়েদ মিশার বিরুদ্ধে একাট্টা হন চলচ্চিত্র প্রযোজক পরিচালক কোরিওগ্রাফার ফাইটার মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে কলাকুশলীদের সবকটি সংগঠন। অভিযোগ শিল্পী সমিতির সদস্যপদ নবায়নের ক্ষেত্রে আর্থিক লেনদেন, স্বজনপ্রীতি, দুর্নীতি এমনকি নির্বাচনে বিরোধীপক্ষের প্রচারণায় অংশ নেওয়ার বহু শিল্পীর সদস্যপদ বাতিল করা হয়।

প্রযোজক, পরিচালক সমিতি সহ ১৮টি চলচ্চিত্র কলাকুশলী সংগঠন একজোট হয়ে বয়কট করছেন মিশা সওদাগর ও জায়েদ খানকে। জায়েদ- মিশাদের দাবী পুরো ঘটনাই ষড়যন্ত্র। আশ্বাস দেন সাতদিনের মধ্যে বিরোধ নিস্পত্তিরও। তবে অন্যদের দাবি জায়েদ মিশার পদত্যাগ ছাড়া দ্বিতীয় রাস্তা খোলা নেই। সব মিলিয়ে অভিযোগ পালটা অভিযোগের বানে উত্তপ্ত হয়ে আছে চলচ্চিত্র অঙ্গন