ভারতের নতুন কৃষি আইন এক বছরের জন্য কার্যকর

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাপ্পি লাহিড়ি:- ভারতের নতুন কৃষি আইন এক বছরের জন্য কার্যকর করার জন্য আন্দোলনরত কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছে মোদী সরকার।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, এক বছরের মধ্যে নতুন কৃষি আইনের দ্বারা কৃষকরা উপকৃত না আইনটি সংশোধন করতে প্রস্তুত রয়েছে সরকার।

সরকারের এ আহ্বানের পর আজ শনিবার (২৬ ডিসেম্বর) ৪০টি ইউনিয়ন কৃষকনেতারা তাদের আন্দোলনের পরবর্তী করণীয় নিয়ে আবারো বৈঠকে বসছেন।

নতুন কৃষি আইনের বাতিলের দাবিতে গত ৩১ নভেম্বর থেকে দিল্লি সীমান্তে অবস্থান করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। সরকারের সঙ্গে পাঁচ দফায় বৈঠকে বসেও কোন সুরাহায় আসতে পারেনি দুই পক্ষ।

সরকার নতুন আইন সংশোধন করতে চাইলেও নতুন আইন বাতিলের দাবিতে অনড় রয়েছেন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিযোগ, নতুন কৃষি আইন নিয়ে কৃষকদের ভুলভাবে বোঝাচ্ছে বিরোধীদলগুলো।

শুক্রবার কৃষকদের জন্য ১৮ হাজার কোটি রুপির একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।