ভারতের নতুন কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি অভিমুখে হাজারো কৃষক !

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাপি বিশ্বাস পশ্চিম বাংলা ভারত :- ভারতের নতুন কৃষি আইন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো দিল্লি অভিমুখে হাজারো কৃষক মিছিল শুরু করেছে।

শুক্রবার সকালে হরিয়ানা থেকে তারা যাত্রা শুরু করলে সীমান্তে তাদের আটকে দেয় পুলিশ।

এ সময় তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানো গ্যাস ছোঁড়ে পুলিশ।

ফলে আবারও উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। আজ (২৭ নভেম্বর) সন্ধ্যায় ছয় রাজ্য থেকে যাত্রা করা এ মিছিল দিল্লিতে পৌঁছানোর কথা।গত রাতে (বৃহস্পতিবার) পানিপথে বিরতি নেন তারা।

প্রচণ্ড শীতের মধ্যেই হরিয়ানার সোনিপথে রাত ১১টার দিকে প্রতিবাদ মুখর কৃষকদের উপর জলকামান চালায় পুলিশ। কৃষি আইন বাতিলের দাবিতে বৃহস্পতিবার পাঞ্জাব থেকে মিছিল করে দিল্লি চলো’র ডাক দিয়েছিলেন ।

ছয় রাজ্যের কৃষকেরা।উল্লেখ্য, বৃহস্পতিবার দিনভর ব্যারিকেড, কাঁদানো গ্যাস, জলকামানসহ বিভিন্ন ভাবে বিক্ষোভরত কৃষকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে হরিয়ানা পুলিশ।