ভারতের শিলংয়ের এর ইন্টারনেট জুয়া! তীরশিলং এখন ঢাকায়

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ডা.ওসমান সিলেট জেলা প্রতিনিধি:- সিলেট নেত্রকোনা হয়ে এখন জুয়া ছড়িয়েছে রাজধানীতে 8 লাখ টাকায় লাভ 80 হাজার টাকা টার্গেট নিম্নআয়ের মানুষ

অনলাইন জুয়া তীর শিলং সিলেট নেত্রকোনা হয়ে এখন রাজধানী ঢাকায়। ভারতের শিলংয়ে চালু হয় ইন্টারনেট, জুয়ায় তীর শিলং । এ ছড়িয়ে পড়েছে নানা শ্রেণি-পেশার মানুষ। এক টাকায় লাভ ৮০ টাকা । পুঁজি কম তাদের মূল টার্গেট করেছে সাধারণ খেটে খাওয়া মানুষ গুলো কে। যা দিয়ে এজেন্টা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা । এই খেলার উৎপত্তি ভারতের শিলং এ । খেলার সরঞ্জাম তীর তাই এই খেলার নাম তীর । তাই তীরশিলং খেলা হয় , অনলাইনে ওয়েব সাইট টির তীরটুডে ডটকম।১৯৯০ সালের সিলেটের সীমান্তবর্তী এলাকা ভারতের শিলং , গুহাটিতে চালু হয় খেলাটা , তারপর সীমান্ত পেরিয়ে সিলেটের কিছু এলাকায় শুরু হয় এই খেলা। ছড়িয়ে পড়ে বিভিন্ন প্রান্তে , সেখান থেকে নেত্রকোনা জেলা হয়ে এখন রাজধানী ঢাকার কাছে এই খেলা । ১ থেকে ৯৯ নং কেনা লাগে বিভিন্ন দামে। আর ঐ লটারি বাঁদলে তিনি পাবেন ৮০ গুন । দিনে দুইবার ড্র হয়। প্রথমে বিকেল চারটা , আর দ্বিতীয় রাত দশটায় । তীর শিলং খেলোয়াড়রা টাকা পাঠান সেখান থেকে সিলেটের জাফলং এ সেখান থেকে উদ্ধার করে প্রতিদিন কয়েক লক্ষ টাকা লেনদেনের তথ্য পাওয়া যায়।বলে জানিয়েছেন উপ-পুলিশ কমিশনার মোসাদ্দেক হোসেন তিনি আরো বলেন প্রায়দেড় লাখ টাকার মতো লেনদেন হয় প্রতি দিন।মাসে ৩০ থেকে ৪০ লাখ টাকা আয় করার মাধ্যমে এ টাকা ভারতে পাচার হচ্ছে কিনা সেটা আরো গভীরভাবে অনুসন্ধান করা হচ্ছে। আর সিলেট থেকে হুন্ডির মাধ্যমে টাকা ভারতে যায় কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।