ভারতে ২য় দফায় আড়াই হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণাল

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মানিক কুমার স্টাফ রিপোর্টার// দুর্গাপূজা উপলক্ষে ভারতে প্রথম দফায় দুই হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়ার পর দ্বিতীয় দফায় আরও আড়াই হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

তবে প্রজনন মওসুমে ইলিশ রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত হওয়ায় রপ্তানির সময়সীমা কমিয়ে আনা হয়েছে।ইলিশ রপ্তানি বন্ধ থাকলেও দুর্গোৎসবে ভারতের বাঙালিদের এই মাছের স্বাদ দিতে বিশেষ বিবেচনায় ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে থাকে বাংলাদেশ সরকার।

গত ২০ সেপ্টেম্বর দুই হাজার ৮০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছিল। দুর্গাপূজায় ভারতে যাবে ২ হাজার টন ইলিশ প্রথম দিন ভারতে গেল ১০৪ মেট্রিকটন ইলিশ

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন আদেশে আগামী ৩ অক্টোবরের মধ্যে ৬৩টি প্রতিষ্ঠানকে ৪০ টন করে রপ্তানির অনুমোদন ও সময়সীমা বেঁধে দেওয়া হয়।

ফলে অনুমোদিত রপ্তানিকারকরা ২ হাজার ৫২০ টন ইলিশ রপ্তানি করতে পারবে।গত সোমবার অনুমোদনের সময় সময়সীমা ছিল ১০ অক্টোবর পর্যন্ত।

নতুন আদেশে তা কমিয়ে আনা হল।অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ কোনো প্রতিষ্ঠান রপ্তানি করতে পারবে না।পঞ্জিকার হিসাবে আগামী ১১ অক্টোবর থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে দুর্গাপূজা।

এই উৎসবে ইলিশের চাহিদা সেখানে বেড়ে যায়।এদিকে প্রধান প্রজনন মৌসুমে ইলিশ মাছ সংরক্ষণে আগামী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে এই মাছ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।