ভারত থেকে পালিয়ে মৌলভীবাজার শহরে আসা নারী-শিশুসহ ২১ রোহিঙ্গা শরণার্থীকে আটক

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ডা. ওসমান// ভারত থেকে পালিয়ে মৌলভীবাজার শহরে আসা নারী-শিশুসহ ২১ রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে পুলিশ। এরা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।আজ শনিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে শহরের বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।তাৎক্ষনিক তাদের নাম ও পরিচয় পাওয়া যায় নি। তথ্যটি নিশ্চিত করেছেন মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান। তারা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে কক্সবাজার যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল।

২০১৪ থেকে বিভিন্ন সময়ে ভারতে প্রবেশ করে কিন্তু সেখানে থেকে বাংলাদেশে নিরাপদ আশ্রয়ের আশায় প্রবেশ করেছে তারা। এর আগে গত ২ জুলাই সন্ধ্যায় কক্সবাজারের উখিয়া কুতুপালং ও বালুখালি শরনার্থী শিবির থেকে আসা ১৪ জন রোহিঙ্গা শরণার্থীকে শহরের একই এলাকা থেকে আটক করে পুলিশ।জিয়াউর রহমান আরও বলেন, আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদের পরে বিস্তারিত জানা যাবে। এখন একেকজন একেক কথা বলছে। এদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। তাদেরকে আইনী প্রক্রিয়ায় কক্সবাজারের রোহঙ্গিয়া ক্যাম্পে পাঠানো হবে।