ভিয়েতনাম থেকে প্রায় আড়াই লাখ টন চাল কিনছে সরকার

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মানিক মিয়া স্টাফ রিপোর্টার:- ভিয়েতনাম থেকে ২ লাখ ৩০ হাজার টন চাল আমদানি করছে সরকার। আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

আজ দুপুর আড়াইটার দিকে ঢাকায় নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত কৃষিমন্ত্রীর সঙ্গে তাঁর দপ্তরে বৈঠক করেন। বৈঠক শেষের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, ‘চাল আমদানির জন্য জিটুজি (দুই দেশের সরকার) চুক্তি হয়েছে।

আব্দুর রাজ্জাক বলেন, ‘আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে ২ লাখ ৩০ হাজার টন চাল বাংলাদেশে পৌঁছাবে।’জানা গেছে, ভিয়েতনাম থেকে আধাসিদ্ধ চাল কেনা হচ্ছে ২ লাখ টন।

বাকি ৩০ হাজার টন আতপ চাল দেশটি থেকে কেনা হবে।এদিকে আজ নওগাঁ সার্কিট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে চালের অভাব নেই।

এ বছর সর্বকালের সর্বশ্রেষ্ঠ চালের মজুত রয়েছে। এবার সরকারিভাবে ১৯ লাখ ৫০ হাজার ৫৩১ টন চাল মজুত করা হয়েছে।

আগামী বৃহস্পতিবার থেকে সারা দেশে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির ফ্যামিলি কার্ড হোল্ডারদের মধ্যে চাল ও আটা বিতরণ কর্মসূচি শুরু করা হবে।