ভূমিকম্পে কেঁপে উঠলো তাইওয়ান

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

অনলাইন ডেস্ক:- ভূমিকম্পে কেঁপে উঠেছে তাইওয়ান। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১।

স্থানীয় সময় সোমবার রাজধানী তাইপেতে ভূমিকম্পের সময় ভবনগুলো কেঁপে ওঠে।দেশটির পূর্বাঞ্চলীয় উপকূলে ভূমিকম্পটি আঘাত হেনেছে। তবে ওই ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

আবহাওয়া ব্যুরো জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ২৭ দশমিক ৫ কিলোমিটার (১৭.১ মাইল)। পুরো তাইওয়ানজুড়েই ভূমিকম্পের সময় কম্পন অনুভূত হয়েছে।দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থান তাইওয়ানের এবং দেশটি ভূমিকম্প প্রবণ হওয়ায় প্রায়ই সেখানে ছোট, বড় বিভিন্ন মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

এর আগে ২০১৬ সালে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে একটি ভূমিকম্পের আঘাতে শতাধিক মানুষ প্রাণ হারায়। এছাড়া ১৯৯৯ সালে ৭ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।