ভেজাল খেজুরের গুড় তৈরীর দায়ে ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিক ও অসাধু ব্যবসায়ী আমজাদ হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নাটোর জেলা জেলা প্রতিনিধি:- নাটোরের বড়াইগ্রামে চিনি ও কেমিক্যাল দিয়ে ভেজাল খেজুরের গুড় তৈরীর দায়ে ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিক ও অসাধু ব্যবসায়ী আমজাদ হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে।বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিনের নেতৃত্বে একটি দল উপজেলার জোয়াড়ি ইউনিয়নের আটঘরিয়া গ্রামে অভিযান চালিয়ে ওই ভেজাল গুড়ের কারখানা আবিস্কার করে।এ সময় র‌্যাব সদস্যরা ২৫০ কেজি ভেজাল খেজুরের গুড়, ২ কেজি ফিটকারী, ৩০০ কেজি চিনি, ৩ কেজি চুন ও কেমিক্যাল জব্দ করে। পরে কারখানার মালিক ওই গ্রামের নাসির উদ্দিন প্রামাণিকের ছেলে আমজাদ হোসেন (৫২) কে আটক করে ভ্রাম্যমাণ আদালতের কাছে হাজির করে।বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অসাধু ব্যবসায়ী আমজাদকে ৩০ হাজার টাকা অর্থ দন্ডাদেশ প্রদান করেন।পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম এর নির্দেশে জব্দকৃত আলামত ধ্বংস করা হয়