ভেজাল মদ পানে বিহারের গোপালগঞ্জ এবং পশ্চিম চাম্পারন জেলায় অন্তত ২৪ জনের মৃত্যু

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাপ্পি বিশ্বাস পশ্চিমবঙ্গ (ভারত) প্রতিনিধি- ভেজাল মদ পানে বিহারের গোপালগঞ্জ এবং পশ্চিম চাম্পারন জেলায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে।

মদের বোতলের প্রতিকৃতি

শুক্রবার সকালে বিহারের পশ্চিম চাম্পারনে স্থানীয়ভাবে তৈরি মদপানে ৮ জনের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, গোপালগঞ্জে ভেজাল মদপানে ১৬ জনের মৃত্যুর খবর জানানো হয় ভারতীয় গণমাধ্যমে। গত দুই দিনের এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও বেশ কয়েকজন।

তবে, মৃত্যুর কারণ সম্পর্কে এখনও নিশ্চিত করে কোনও তথ্য দেয়নি দুই জেলার স্থানীয় প্রশাসন।এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে গোপালগঞ্জ যান বিহারের মন্ত্রী জনক রাম। এ সময় জনক রাম বলেন, যারা মারা গেছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়েছি। এটি একটি ষড়যন্ত্রমূলক কাজ হয়ে থাকতে পারে।

এদিকে, গোপালগঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আনন্দ কুমার বলেন, রহস্যজনক কারণে গত দুই দিনে জেলার মোহাম্মদপুর গ্রামের বেশ কয়েকজন মানুষ মারা গেছেন। ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। ঘটনা তদন্তে পুলিশের তিনটি দল কাজ করছে বলেও জানান আনন্দ কুমার।