ভোটের পর নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর নির্দেশনা

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের ফলাফল প্রকাশের পর করণীয় নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে সাংগঠনিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। রোববার (৭ জানুয়ারি) রাতে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খানের মাধ্যমে তিনি এই সাংগঠনিক নির্দেশনা দিয়েছেন।

নির্বাচনে ফলাফল ঘোষণার পর কোনো ধরনের বিজয় মিছিল না করা এবং অন্য প্রার্থী ও তার কর্মী-সমর্থকদের সঙ্গে সহিংসতা বা আত্মকলহে লিপ্ত না হওয়ার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা।

আজ বিকেল ৪টার দিকে বহুল আলোচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। এখন ভোট গণনা চলছে। তবে দেশের কিছু কিছু এলাকা থেকে ভোটের ফলাফল আসতে শুরু করেছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সারা দেশে গড়ে ৪০ শতাংশ ভোট পড়েছে। রোববার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এর আগে রোববার সকাল ৮টায় রাজধানীর ধানমন্ডির ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।