মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের উদ্বোধনের তারিখ ফের পেছালো

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের এমআরটি লাইন-৬ উদ্বোধনের তারিখ ফের পেছালো। ২৯ অক্টোবরের পরিবর্তে উদ্বোধন হবে ৪ নভেম্বর।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী শুক্রবার (২০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ২০ অক্টোবর মেট্রোরেলের এই অংশের উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে তা ২৯ অক্টোবর নিয়ে যাওয়া হয়। জানা গেছে, প্রধানমন্ত্রীর শিডিউল জনিত কারণে উদ্বোধনের তারিখ পেছানো হয়েছে। আগামী ৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের এই অংশের উদ্বোধন করবেন।

গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ উত্তরা থেকে আগারগাঁও অংশ চালু হয়। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার এলিভেটেড মেট্রো লাইন নির্মাণে খরচ হচ্ছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা।