মন্দিরে চুরির আগে আর্শীবাদ নিল চোর

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাপ্পি বিশ্বাস ভারত// একটি মন্দিরে চুরির ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। গত ৫ আগস্ট ঘটে যাওয়া ঘটনাটি বিশ্লেষণ করে পুলিশ এখন ওই চোরকে খুঁজছে। ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে এই ঘটনা ঘটে। খবর এনডিটিভি।

চুরি করার দৃশ্য

সুখা গ্রামের লক্ষ্মী মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়া ভিডিওতে দেখা যায়, মুখ বাঁধা ও গায়ে কাপড় ছাড়া এক ব্যক্তি মন্দিরে প্রবেশের পর প্রথমে দেবীর সামনে হাত জোড় করে প্রার্থনা করেন। এরপর মন্দিরের দানবাক্স ও মূল্যবান জিনিসপত্র নিয়ে কেটে পড়েন।

পুলিশ জানিয়েছে, মন্দিরের দানবাক্স ছাড়াও ওই চোর দুটি বড় ঘণ্টা ও পুজার প্রয়োজনীয় সরঞ্জাম চুরি করেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর টুইটার অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন।

এক ব্যক্তি লিখেছেন, চুরি করার আগে দেবীর আর্শীবাদ নিল চোর। আরেক ব্যক্তি লিখেছেন, চুরি চুরির জায়গায়, কিন্তু ভক্তি ভক্তির জায়গায়। ওই ব্যক্তির পেশা চুরি হলেও তার মনে ভক্তি আছে যথেষ্টই।