মস্কোর বিরুদ্ধে ইইউর নিষেধাজ্ঞায় ভেটো দেবে হাঙ্গেরি

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

অনলাইন ডেস্ক:- শিয়ার পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের যেকোনো নিষেধাজ্ঞায় ভেটো দেবে হাঙ্গেরি। দেশটির প্রধানমন্ত্রী ভিক্টোর অরবান এমন ঘোষণা দিয়েছেন। খবর এপির।

শুক্রবার (২৭ জানুয়ারি) এক সাক্ষাৎকারে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। রাষ্ট্রীয় রেডিওতে দেয়া সাক্ষাৎকারে ভিক্টোর অরবান বলেন, রুশ-ইউক্রেন সংঘাত শুরুর পর থেকেই কিয়েভকে সহায়তা করছে পশ্চিমা বিশ্ব। এতে স্পষ্ট যে এই যুদ্ধে তারা পরোক্ষভাবে অংশগ্রহণ করেছে।

ভিক্টোর অরবান জানান, এই লড়াইয়ে মস্কোর বিরুদ্ধে অবস্থান নেবে না তার দেশ। পারমাণবিক শক্তির ওপর নিষেধাজ্ঞায় অবশ্যই ভেটো দেয়া উচিত। এ সময় ইউক্রেনে জার্মান ট্যাংক পাঠানোর সিদ্ধান্তেরও তীব্র নিন্দা জানান হাঙ্গেরির প্রেসিডেন্ট।