মহারণে মহাকাণ্ড, ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ পণ্ড

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

খেলাধুলা প্রতিবেদক// রোনা নীতির দোহাই দিয়ে ফুটবল নীতিটাকেই মানলো না ব্রাজিল। শুরুতেই থামিয়ে দেয়া ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটাও তাই হয়েছে প্রশ্নবিদ্ধ। মার্তিনেজ, রোমেরোরা করোনা নীতি মানেনি; সেই অভিযোগে মাঠে হানা দেয় ব্রাজিলের স্বাথ্য অধিদপ্তর।

তারপরের ঘটনা চোখ কপালে তোলার মতো, সাথে লজ্জারও। আগে আপত্তি না জানিয়ে, মাঠে ঢুকে খেলা থামানোকে অনেকেই বলছেন অশোভন। মাঠের উত্তেজনা চড়ার আগেই আরেক উত্তেজনায় শিরোনাম হলো ম্যাচটি।খেলার আগের শত্রু তুমি বন্ধু তুমির মধ্যে খুনসুটির মধু, মিনিট পাঁচেক পরেই হয়ে গেল বিষ, বিষন্নতার এক বিভীষিকা দেখলো সাও পাওলো। প্রশ্নবিদ্ধ হলো ব্রাজিলের সব নিয়ম নীতি।হঠাৎ করেই সাদা পোশাকে দৃশ্যপটে হাজির একদল লোক। তারপরের ঘটনা রহস্যে ঘেরা কোনো টানটান উত্তেজনার সিনেমার মতো।ব্রাজিলের স্বাস্থ্য অধিদপ্তরের কর্তাদের কাণ্ডে পণ্ড হলো খেলা।

সাথে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখ রাঙানি। আর্জেন্টিনার চার খেলোয়াড় মানে নি করোনার নীতি।ব্রাজিলের আইন অনুযায়ী, ইংল্যান্ড থেকে উড়ে এলে থাকতে হবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে। আর্জেন্টিনা দলে তেমন চার জন খোলোয়াড় ছিলেন।ব্রাজিলিয়ান স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, আর্জেন্টিনার এই চার খেলোয়াড় তথ্য লুকিয়েছেন। আর সেটা জানা গেছে খেলা শুরুর ঠিক আগে।

তাই মাঠে না ঢুকে উপায় ছিলো না। নিয়ম ভাঙাদের এই তালিকায় আছেন কোপা জয়ী গোলরক্ষম এমিলিয়ানো মার্তিনেজ, আছেন ক্রিস্টিয়ান রোমেরো; এমিলিয়ানো বুয়েন্দিয়া ও জোভান্নি লো সেলসোর।তারা সবাই খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগে। তবে আর্জেন্টিনার দাবি, ম্যাচের আগে তাদের এমন কোনো তথ্যই দেয়নি ব্রাজিল কর্তৃপক্ষ।কোচ স্কোলানির ভাষ্য, ‘একবারও বলা হয়নি যে, ওই চারজনকে খেলানো যাবে না। আমরা ম্যাচটা খেলতে চেয়েছিলাম।

আমি জানি, ব্রাজিলের খেলোয়াড়েরাও খেলতেই চেয়েছিলো’।স্কালোনির কথা সত্য হলে, ফুটবল সৌজন্যতায় আঘাত হেনেছে পেলে-নেইমারের দেশের কর্তারা তাতে কোনো সন্দেহ নেই। সাথে খোয়া যাচ্ছে তিনটা পয়েন্টও।লাতিন আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের নিয়মও কোনোভাবেই ব্রাজিলের পক্ষে যাচ্ছে না। উল্টো ম্যাচ না খেলেই পয়েন্ট যাবে মেসিদের ঘরে।