মাঘের শুরুতে শীতে কাঁপছে চুয়াডাঙ্গা

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কথায় আছে মাঘের শীতে বাঘ কাঁপে। বাঘ কাঁপানো শীত পড়ছে চুয়াডাঙ্গায়। শীতে কাঁপছে চুয়াডাঙ্গা। ভোর থেকে সূর্যের দেখা মেলেনি চুয়াডাঙ্গার আকাশে। কুয়াশাচ্ছন্ন পরিবেশে কনকনে ঠান্ডা বিরাজ করছে। মৃদু শৈত্যপ্রবাহ নেই। তবে উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বাড়িয়েছে বহুগুণ।

কষ্টে আছে দিন আনা দিন খাওয়া মানুষগুলো। রুটি-রুজির সন্ধানে বাইরে বের হওয়া কষ্টসাধ্য হয়ে পড়ছে তাদের জন্য। বেলা বাড়ছে, বিপরীতে তাপমাত্রা কমছে। ফলে বাড়ছে শীতের তীব্রতা।

এদিকে শীতার্ত মানুষের পাশে এখনও দাঁড়াতে দেখা যায়নি স্থানীয় জনপ্রতিনিধিদের। তবে জেলা প্রশাসন থেকে প্রায় ২৫ হাজারের মতো কম্বল ৪টি উপজেলায় বিতরণ করা হয়েছে বলে জেলা ত্রাণ অফিস সূত্রে জানা গেছে। এর কয়েকটি পাশাপাশি বেসরকারি সংগঠন কিছু কম্বল বিতরণ করেছে। তবে তা অপর্যাপ্ত।

সোমবার (১৫ জানুয়ারি) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৯ ডিগ্রি এবং বাতাসের আর্দ্রতা ৯৪ শতাংশ। গত শনি ও রোববার দুদিন ধরে ৯ দশমিক ৬ ও ৯ দশমিক ৭ ছিল এ জেলার তাপমাত্রা। সোমবার তাপমাত্রার পারদ সামান্য বেড়েছে। দুএকদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর তাপমাত্রা কিছুটা বাড়বে পারে বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্র।